বখাটের চুরিকাঘাতে কানাইঘাট বাজারের ব্যবসায়ী গুরুতর আহত বখাটে আটক

কানাইঘাট বাজারের গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী কামাল আহমদ (৪০) বখাটের চুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে হামলকারী জীবান আহমদ (১৮) কে গ্রেফতার করেছে।
বাজারের ব্যবসায়ী সহ আহত কামাল আহমদের স্বজনরা জানান, কানাইঘাট উত্তর বাজারের আজিজ মার্কেটের বিসমিল্লাহ এন্টারপ্রাইজের সত্ত¡াধীকার সদর ইউপির নিজ চাউরা উত্তর গ্রামের আব্দুল হকের পুত্র কামাল আহমদ বেঁচাকেনা শেষে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে দোকান হতে বের হন। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা দিঘীরপার ইউপির মানিকপুর গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র নানা অপরাধের সাথে জড়িত জীবান আহমদ ধারালো চাকু দিয়ে ব্যবসায়ী কামাল আহমদের গলার নিচে কোপ মারলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।
সাথে সাথে বাজারের ব্যবসায়ী ও পথচারী এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তার আঘাত গুরুতর হওয়ায় সিওমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার খবর পেয়ে কানাইঘাট বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীকে চুরিকাঘাতকারী জীবান আহমদকে আটক করতে সক্ষম হন। তাকে থানা হেফাজতে রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, ব্যবসায়ী কামাল আহমদের উপর হামলাকারী জিবান আহমদ চরম উশৃঙ্খল প্রকৃতির একটি ছেলে। সে পূর্বে কানাইঘাট বাজারে আরো একজনকে এভাবে চাকু দিয়ে কোপিয়ে আহত করেছিল, তখন পুলিশ তাকে গ্রেফতার করে। বিভিন্ন সময় বাজারে সে অপরাধ কর্মকান্ড করত।
এদিকে আহতের স্বজনরা জানিয়েছেন, ব্যবসার টাকা ছিনতাই করার জন্য জীবান চাকু দিয়ে কামাল আহমদকে আহত করে। তবে পুলিশ বলছে বিষয়টি তারা খতিয়ে দেখছেন, কী কারনে ব্যবসায়ী কামালকে উশৃঙ্খল বখাটে জীবান আহমদ হামলা করেছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের ভাই আব্দুল জলিল বাদী হয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

বার্তা বিভাগ প্রধান
Leave a comment
Related News

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার
সিলেটের শ্রমিকদল নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার সিলেট জেলা জাতীয়তাবাদীRead More

সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিসহ ২৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাRead More