Home » ইতালিতে করোনায় মৃত্যু ১৫ হাজার ছাড়াল

ইতালিতে করোনায় মৃত্যু ১৫ হাজার ছাড়াল

ইতালিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। দেশটির সিভিল প্রটেকশন এজেন্সির দেওয়া হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৬৮১ জন মারা গেছেন। গত কয়েকদিনের তুলনায় আজ মৃত্যুর সংখ্যা কিছুটা কম।

ইতালির সিভিল প্রটেকশন এজেন্সির দেওয়া তথ্যের বরাতে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইতালিতে এখন করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার ৩৬২ জন। মহামারি এই ভাইরাসে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইতালিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল।

দেশটির সরকারি ওই সংস্থা আরও জানিয়েছে, গত একদিনে নতুন করে আরও প্রায় ৫ হাজার মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৩২ জনে। গত কয়েকদিনের চেয়ে আক্রান্ত আবার বেড়েছে।

এছাড়া আক্রান্ত লক্ষাধিক মানুষের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিস্থিতি সবচেয়ে খারাপ হওয়ার পর ইতালিতে সংক্রমণ কমতে শুরু করবে।

এছাড়া দেশটিতে করোনা আক্রান্ত ২০ হাজার ৯৯৬ জন ইতোমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন। সরকারি ওই কর্তৃৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন ৩ হাজার ৯৯৪ জন রোগী।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *