মীরবক্সটুলায় ফিনল্যান্ডের নাগরিককে ঘিরে রহস্য

ফিনল্যান্ডের ওই নাগরিক নাম মি. মাকু (৪৫)। তিনি প্রায় দুই মাস আগে বাংলাদেশে ঘুরতে আসেন। গত প্রায় দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করছিলেন। হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকছিলেন মার্কু।
আজ শনিবার বিকালে অসুস্থতা অনুভব করায় মি. মার্কু হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মীরবক্সটুলাস্থ খায়রুন ভবনের তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মার্কুকে হাসপাতালে নিতে খবর পাঠায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ হাসপাতাল বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত বা আক্রান্ত সন্দেহে থাকা ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফিনল্যান্ডের নাগরিক মি. মার্কু করোনায় আক্রান্ত হওয়ার শঙ্কায় এ হাসপাতালেই খবর দেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে আসে। কিন্তু করোনাভাইরাসের ভয়ে পুলিশ বা আশপাশের কেউ মি. মার্কুকে ধরতে চাইছিলেন না। অ্যাম্বুলেন্সের চালক পিপিই পরা ছিলেন। তিনি মার্কুকে ধরতে এগিয়ে আসেন। তবে তার একার পক্ষে মার্কুকে অ্যাম্বুলেন্সে তোলা সম্ভব হচ্ছিল না। কিছুক্ষণ যাওয়ার পর ঘটনাস্থলে থাকা দুই ব্যক্তি এগিয়ে আসেন মার্কুকে ধরতে। তাদের দু’জনের মুখে মাস্ক ছিল। পরে এক জনকে এক বার ব্যবহারযোগ্য হ্যান্ড গ্লাভস দেয় পুলিশ। এ দু’জনের সহায়তায় মার্কুকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যান চালক।
Leave a comment
Related News

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার
সিলেটের শ্রমিকদল নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার সিলেট জেলা জাতীয়তাবাদীRead More

সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিসহ ২৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাRead More