Home » রুশদের বাঙ্কারে খাদ্য মজুদের পরামর্শ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা

রুশদের বাঙ্কারে খাদ্য মজুদের পরামর্শ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: সিরিয়ায় যুক্তরাষ্ট্র-ব্রিটেন-ফ্রান্সের বিমান হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
দেশটির সরকারি সংবাদমাধ্যমে এ পরিস্থিতির কথা জানানো হয়।
এতে বলা হয়, রুশ নাগরিকদের বাঙ্কারে খাবার ও আয়োডিন মজুদ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাসায়নিক অস্ত্রভাণ্ডার ধ্বংস করার জন্যই বিমান হানা হয়েছে।
দামেস্কে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের সেনারা। প্রয়োজনে আবারও হামলা চালানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
এই হামলার তীব্র নিন্দা করেছে রাশিয়া। দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হামলাকারী মার্কিন জোটের বিরুদ্ধে সিরিয়ায় আগ্রাসন চালানোর অভিযোগ এনে নিন্দা প্রস্তাব পেশ করেছে। পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে চীন ও বলিভিয়া ছাড়া আর কেউ এ প্রস্তাব সমর্থন করেনি।
তবে রাশিয়া জানিয়েছে, তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশে থাকবেন।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *