বিশ্বনাথে ময়লা-আবর্জনায় পুলিশের উদ্যোগে কীটনাশক প্রয়োগ

স্টাফ রিপোর্টার : মুজিববর্ষ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা সদরের বিভিন্ন স্থানে থাকা ময়লা-আবর্জনার স্তুপে থানা পুলিশের উদ্যোগে জীবানুনাশক কীটনাশক প্রয়োগ করা হয়েছে। শনিবার দুপুরে কীটনাশক প্রয়োগ করার পর সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেনতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসার সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান। উপজেলা সদরের নতুন-পুরাণ বাজার ও কালীগঞ্জ বাজারের লিফলেট বিতরণ করা হয়।
জীবানুনাশক কীটনাশক প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা। অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন সহ প্রমুখ।
Leave a comment
Related News

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার
সিলেটের শ্রমিকদল নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার সিলেট জেলা জাতীয়তাবাদীRead More

সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিসহ ২৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাRead More