করোনাভাইরাসে রাশিয়ায় প্রথম মৃত্যু

অনলাইন ডেস্ক
: রাশিয়ায় নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। দেশটিতে বৈশ্বিক মহামারি করোনায় এটিই প্রথম মৃত্যু। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৪৭।
রয়টার্সের প্রতেবদেন অনুযায়ী করোনাভাইরাসের বিস্তার ঠেকানো ও ভাইরাসটি প্রতিরোধের লক্ষ্যে গঠিত বিশেষ একটি কমিটি বৃহস্পতিবার জানায়, প্রবীণ এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মস্কোর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
বিশেষ ওই কমিটি বলছে, ‘গত ১৩ মার্চ ৭৯ বছর বয়সী ওই নারীকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তার এক আত্মীয়ের অনুরোধে পরদিন ১৫ মার্চ তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর সেখানে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।’
করোনা মোকাবিলা দলটি আরও জানায়, ‘বেসরকারি হাসপাতালে বৃদ্ধার শরীরের করোনা শনাক্ত হওয়ার পর তাকে শিগগিরই সংক্রামক রোগ হাসপাতালে ফের স্থানান্তরিত করা হয়।’ তারা বলছে, করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারানো ওই নারী আরও অনেক রোগে ভুগছিলেন, যা তার চিকিৎসাকে জটিল করে তোলে।

প্রতিনিধি
Leave a comment
Related News

ভারতের হামলার জবাব দেওয়া শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী: আহমেদ শরীফ
অনলাইন ডেস্ক: জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা ভয়াবহ রূপ ধারণRead More

ভারতে অনুপ্রবেশের অভিযোগে পাকিস্তানের সেনা আটক
রাজস্থানে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকা থেকে এক পাকিস্তানি সেনাকে আটক করেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)।Read More