Home » গেইলের ঝড়ে উড়ে গেল হায়দরাবাদ

গেইলের ঝড়ে উড়ে গেল হায়দরাবাদ

ডেস্ক নিউজ:  শুরুতে চমক তৈরি করেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। এবারের আসরে প্রথমবার ব্যাটিং নিলো কোনও দল। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে পাঞ্জাব। খেলতে নেমে বাকি চমক তৈরি করলেন ব্যাটিং দানব ক্রিস গেইল। তার ঝড়ো সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৯৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে পাঞ্জাব। চন্ডিগড়ে এক গেইল ঝড়েই কাবু হয়েছে হাদরাবাদ। ৫৩ রানে লোকেশ রাহুল ফিরলেও গেইল ঝড় থামাতে পারেনি সাকিব আল হাসান-রশিদ খানরা। গেইল যাকেই পেয়েছেন বাউন্ডারি ছাড়া করেছেন হাত খুলে। সাকিব বল হাতে সফলতার মুখ দেখেননি। দুই ওভারে দিয়েছেন ২৮ রান। ছিল না কোনও উইকেট। রশিদ খান ছিলেন আরও ব্যয়বহুল। ৪ ওভারে ৫৫ রান দিয়ে নেন একটি উইকেট। ক্যারিবীয় তারকা গেইল ৬৩ বলে অপরাজিত ছিলেন ১০৪ রানে।  মৌসুমের প্রথম এই সেঞ্চুরি আসে ৫৮ বলে। ১টি চারের বিপরীতে ১১টি ছয় গেইল আগ্রাসনেরই ইঙ্গিত দেয়। গেইল ঝড়ের মাঝে আগারওয়াল ১৮ ও করুন নায়ের ৩১ রানে ফিরলেও গেইল থেমে থাকেননি। অপরপ্রান্ত থেকে মাঠ কাঁপিয়েছেন। তার সঙ্গে ১৪ রানে অপরাজিত ছিলেন অ্যারন ফিঞ্চ। আইপিএলে ষষ্ঠবারের মতো সেঞ্চুরির দেখা পেলেন গেইল।  টি-টোয়েন্টি ক্যারিয়ারে সবমিলিয়ে এটা তার ২১তম সেঞ্চুরি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *