করোনা সতর্কতা : তাহিরপুরে ঐতিহাসিক ওরস ও গঙ্গাস্নান স্থগিত

সুনামগঞ্জের তাহিরপুরে দুই আধ্যাত্বিক সাধক শাহ আরেফিন (র.) ওরশ ও পূণ্যতীর্থ মহাবারণী গঙ্গাস্নান করোনা ভাইরাসের কারণে মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এবারের মতো স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরী এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিডিএলজি মোহাম্মদ এমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ সামস উদ্দিন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর উদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পংকজ দে, ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, পূজা উদযাপন কমিটি পরিষদের সভাপতি এডভোকেট বিমান রায়, বিজয় তালুকদার বিজূ, এডভোকেট বিশ্বজিত রায়, বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, শাহ আরেফিন (র) ওরশ কমিটির সদস্য সচিব আলম সাব্বির প্রমুখ। এ ছাড়াও মুসলিম হিন্দু দুই স¤প্রদায়ে বিভিন্ন স্থরের নেত্রীবৃন্ধ উপস্থিত ছিলেন।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, করোনা ভাইরাসের কারণে মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এবারের মতো শাহ আরেফিন (র.) ও গঙ্গাস্নান বন্ধ ঘোষণা করা হয়েছে।
সুএ: সিলেটভিউ২৪ডটকম

বার্তা বিভাগ প্রধান
Leave a comment
Related News

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার
সিলেটের শ্রমিকদল নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার সিলেট জেলা জাতীয়তাবাদীRead More

সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিসহ ২৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাRead More