আফগানিস্তানে লড়াই চালিয়ে যাবে তালেবানরা

অনলাইন ডেস্ক
: আটক বন্দিদের ছাড়তে রাজি না হওয়ায় আফগানিস্তানের সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তালেবানরা। সোমবার তালেবানদের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটি জানানো হয়। যদিও তালেবানরা মার্কিন সরকারের সঙ্গে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তিতে ইতিমধ্যে স্বাক্ষর করেছে।
বিবৃতিতে তালেবানদের পক্ষ থেকে বলা হয়, শান্তি চুক্তিতে পাঁচ হাজার তালেবান বন্দিদের মুক্তি দেয়ার বিষয়ে বলা ছিল। এটি না মানায় শিগগিরিই আফগান বাহিনীর বিরুদ্ধে হামলা চালানো শুরু হবে। তবে আন্তর্জাতিক সেনাদের ওপর হামলা চালানো হবে না বলেও তালেবানদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে রবিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, এমন কোন শর্ত ওই শান্তি চুক্তিতে ছিল না।
উল্লেখ্য, গত শনিবার প্রায় ১৯ বছর পর যুক্তরাষ্ট্র এবং তালেবানদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিতে হয়। ২০০১ সালে টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী আল কায়দার বিরুদ্ধে লড়তে সেনা মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র।

প্রতিনিধি
Leave a comment
Related News

ভারতের হামলার জবাব দেওয়া শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী: আহমেদ শরীফ
অনলাইন ডেস্ক: জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা ভয়াবহ রূপ ধারণRead More

ভারতে অনুপ্রবেশের অভিযোগে পাকিস্তানের সেনা আটক
রাজস্থানে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকা থেকে এক পাকিস্তানি সেনাকে আটক করেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)।Read More