Home » হবিগঞ্জের লাখাইয়ে অটোরিক্সা খাদে পড়ে ৬ স্কুলছাত্রী আহত

হবিগঞ্জের লাখাইয়ে অটোরিক্সা খাদে পড়ে ৬ স্কুলছাত্রী আহত

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: হবিগঞ্জ জেলার লাখাইয়ে টমটম অটোরিক্সা খাদে পড়ে ৬ স্কুলছাত্রী গুরুত্বর আহত হয়েছে।
আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ-লাখাই সড়কের বামৈ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে যোগদিতে লাখাই উপজেলা পরিষদের উদ্দ্যেশে টমটম অটোরিক্সাযোগে রওনা হয় বামৈ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বামৈ পশ্চিম বাজারে পৌঁছলে একটি টমটম উল্টে পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ওই টমটমে থাকা ৬ ছাত্রী আহত হয়।
স্থানীয়রা তাদেকে উদ্ধার করে প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহি কর্মকর্তা আমাকে ও স্কুলে প্রধান শিক্ষকে তাদের চিকিৎসা করানোর দ্বায়িত্ব দিয়েছেন। তাছাড়া তাদের সম্পূর্ণ চিকিৎসার দ্বায়িত্ব নিয়েছেন লাখাই উপজেলা প্রশাসন।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *