Home » হামলার প্রতিবাদে ধ্রুবতারার মানবন্ধন এবং প্রতিবাদ সমাবেশ

হামলার প্রতিবাদে ধ্রুবতারার মানবন্ধন এবং প্রতিবাদ সমাবেশ

শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ বেষক -লেখক ও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৫ মার্চ সোমবার বেলা ১১ টায় জাতীয় ভাবে শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত সংগঠন ধ্র“বতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্দন ও প্রতিবাদ সমাবেশে সিলেট জেলার সভাপতি যুব সংগঠক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাতিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তোষার। প্রধান বক্তার বক্তব্য রাখেন ধ্রুবতারা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিভাগীয় সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ যুধ্রুবতারাব সংগঠক পদকপ্রাপ্ত মো. সাদিকুর রহমান।
বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল হাই আল হাদী, মুক্তিযোদ্ধা সংসদ যুব কমান্ড সিলেট জেলার সাধারণ সম্পাদক বদরুল আহমদ বুলবুল, সিলেট উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিভাগীয় যুব সংগঠক পদকপ্রাপ্ত এহসানুল করিম মিশু, ধ্র“বতারার সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিপ্র দাস বিশু বিক্রম, জেদ্দা মহানগর আওয়ামী লীগের সদস্য হাফিজ মাসুম আহমদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক সাকিল আহমদ, সমাজসেবক বেলাল আহমদ, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক যুব সংগঠক রাসেল আহমদ দীপু, ধ্রুবতারা সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, অর্থ সম্পাদক শহীদ আলী, সহ ক্রীড়া সম্পাদক সামাদুল ইসলাম অপু, সতেন্দ্র ফাউন্ডেশনের সভাপতি সুমন রঞ্জন দাস। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক মো. ইমরান চৌধুরী রাজিব, ধ্রুবতারা সিলেট জেলার সহ-সভাপতি মো. সুজন আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমদ, মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মারজুল আলম লিটু, মহিলা সম্পাদিকা ফাহমিদা বেগম হিমালয়, মো.নাজিম উদ্দিন, যুব সংগঠক গিয়াস উদ্দিন, রজত রায়, শাওন রায় স্মরণ, মো. রাকিব উদ্দিন, মো. বদরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ড. জাফর ইকবাল এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি হামলাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *