Home » হবিগঞ্জে শিরনি বিতরণ নিয়ে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জে শিরনি বিতরণ নিয়ে সংঘর্ষে নিহত ১

ডেস্ক নিউজ: 

হবিগঞ্জের মাধবপুরে মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। তার নাম হেলাল মিয়া (৩৫)। বাড়ি জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে।

পুলিশ জানিয়েছে, পবিত্র শবে মেরাজ উপলক্ষে শনিবার (১৪ এপ্রিল) গভীর রাতে মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের নূরে মদিনা মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে হেলাল মিয়ার সঙ্গে একই গ্রামের হান্নান মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হেলাল মিয়া গুরুতর আহত হন। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় আহত হান্নান মিয়াকে আটক করেছে পুলিশ। হাসপাতালে পুলিশ প্রহরায় তার চিকিৎসা চলছে।
হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মিঠুন চক্রবর্তী জানান, বুকে ধারালো অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দ্রন কুমার জানান, মসজিদে শিরনি (তবাররুক) বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে হেলাল মিয়া নিহত হয়েছে। এ ঘটনায় হান্নান নামের একজনকে আটক করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *