Home » চেলসির এমন জয় ১৫ বছরে প্রথম

চেলসির এমন জয় ১৫ বছরে প্রথম

ডেস্ক নিউজ: ২-০ গোলে পিছিয়ে পড়েছিল চেলসি। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তনে ভুগতে থাকা সাউদাম্পটনের বিপক্ষে ৩-২ গোলে জিতল ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ১৫ বছরে প্রথমবার দুই গোলে পিছিয়ে থাকলেও জয় পেল ব্লুরা।

টটেনহ্যাম হটস্পারের কাছে হারের পর ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ড্র করেছিল চেলসি। শেষ দুই ম্যাচে জয়হীন দলটি শনিবার আরেকটি হারের শঙ্কায় পড়েছিল সাউদাম্পটনের মাঠে। অবনমন অঞ্চলে থাকা দলটি দুসান ট্যাডিচের ২১ মিনিটের গোলে এগিয়ে যায়। জ্যান বেডনারেক ৬০ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন দ্বিগুণ ব্যবধানে।

চাপে থাকা চেলসি কোচ অ্যান্তনিও কন্তে যেন খেই হারিয়ে ফেলেছিলেন। লিগের শীর্ষ চারে থাকার আশাও যেন শেষ হতে বসেছিল। কিন্তু অলিভার জিরুদ ও ইডেন হ্যাজার্ডের ৮ মিনিটের নৈপুণ্যে দুর্দান্ত জয় পেল চেলসি।

৭০ মিনিটে জিরুদ ব্যবধান কমান। পাঁচ মিনিট পর হ্যাজার্ড ফেরান সমতা। আর ৭৮ মিনিটে জিরুদের গোলে আকাঙ্ক্ষিত ৩ পয়েন্ট নিশ্চিত করে চেলসি।

২০০২ সালের আগস্টের পর প্রথমবার প্রিমিয়ার লিগে দুই গোলে পিছিয়ে পড়েও জিতল লন্ডনের ক্লাব। ওইবার চার্লটনের বিপক্ষে জিতেছিল ক্লাউদিও রানিয়েরির চেলসি।

প্রিমিয়ার লিগের টেবিলে ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে চেলসি। ৫ ম্যাচ হাতে রেখে তারা চার নম্বরে থাকা টটেনহ্যামের (৬৭) চেয়ে ৭ পয়েন্ট পেছনে।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *