Home » প্রথম জয়ের খোঁজে দিল্লির মুখোমুখি মোস্তাফিজরা

প্রথম জয়ের খোঁজে দিল্লির মুখোমুখি মোস্তাফিজরা

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ১১তম আসরে প্রথম জয়ের খোঁজে আজ বিকাল সাড়ে ৪টায় দিল্লি ডেয়ারডেভিলসকে স্বাগত জানাবে তারা। বর্তমান চ্যাম্পিয়নদের এই প্রতিপক্ষও এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি। দুটিতেই হেরেছে দিল্লি।

সবশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছে মুম্বাই। মোস্তাফিজুর রহমান ১৯তম ওভারে দুটি উইকেট নিয়ে তাদের জয়ের সম্ভাবনা জাগান। কিন্তু শেষ ওভারে বেন কাটিংয়ের বোলিংয়ে মুম্বাই ঠেকাতে পারেনি হায়দরাবাদের জয়। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম ম্যাচেও দারুণ লড়াই করে হারতে হয়েছিল মুম্বাইকে। ওই ম্যাচে মোস্তাফিজ ৩.৫ ওভারে ৩৯ রান দিয়ে নেন মাত্র ১ উইকেট। অবশ্য হায়দরাবাদের বিপক্ষে তার বোলিং ফিগার ছিল দারুণ: ৪-০-২৪-৩। বাংলাদেশের এই বাঁহাতি পেসার শেষ পর্যন্ত জয়ের উৎসব করতে পারেননি। তবে আইপিএলের বাংলাদেশি ভক্তরা আশাবাদী হয়ে উঠেছে তাকে নিয়ে। তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পে তার কাছে আবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখার প্রত্যাশা করছে তারা, মুম্বাইও। অবশ্য প্রথম দুটি ম্যাচ হারে ভেঙে পড়ার কোনও কারণ নেই তিনবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের। এর আগে শিরোপা তারা জিতেছে বাজে শুরু করেই। ওয়াংখেড়েতে গত ৬ ম্যাচের ৫টি জেতা মুম্বাই এই বৃত্ত ভাঙার লক্ষ্যে স্বাগত জানাবে দিল্লিকে। তাছাড়া দলটির বিপক্ষে শেষ ৫ ম্যাচের চারটিই জিতেছে তারা।

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে হেরে শুরু করা দিল্লি কিন্তু এবার জয়ে ফিরতে আশাবাদী। দ্বিতীয় ম্যাচে তারা রাজস্থান রয়্যালসের বিপক্ষে দারুণ খেলেও ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হেরেছে।

দুই দলই নামছে প্রথম জয়ের খোঁজে নামছে। তাই এক দল মাঠ ছাড়বে হাসিমুখে, আরেক দল পাবে টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ। কার ভাগ্যে কী জুটবে, জানা যাবে কয়েক ঘণ্টা পরই।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *