Home » সৌদিতে লাইভ অনুষ্ঠানে তিন নাট্যকর্মীকে ছুরিকাঘাত

সৌদিতে লাইভ অনুষ্ঠানে তিন নাট্যকর্মীকে ছুরিকাঘাত

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি লাইভ শো চলাকালীন এক ব্যক্তি তিনজন অভিনেতাকে ছুরিকাঘাত করেছেন। হামলার শিকার দুজন পুরুষ এবং অন্যজন নারী।সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ’র বরাত দিয়ে আল জাজিরা জানায়, আহত ব্যক্তিরা চিকিৎসা পাওয়ার পর এখন স্থিতিশীল অবস্থায় আছে।গতকাল সোমবারের ওই হামলার পর সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল সিল করে দিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে সন্দেহভাজন হামলাকারীকে দেশটির অস্থায়ী বাসিন্দা বলে বর্ণনা করা হয়েছে। ৩৩ বছরের ওই ব্যক্তি ইয়েমেনের নাগরিক বলে জানা গেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে নাটক প্রদর্শনরত অভিনেতাদের ওপর এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালান। এ সময় পাশে থাকা অন্য এক ব্যক্তি হামলাকারীকে ধাওয়া করে ধরলে নাট্যকর্মীরা মঞ্চ থেকে পালিয়ে যান।অভিনেতাদের ওপর আক্রমণটি রিয়াদের কিং আবদুল্লাহ পার্কে করা হয়েছে, যেই ভেন্যুতে দুই মাসব্যাপী রিয়াদ মৌসুম উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে।সুত্র: আমাদেরসময়

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *