বড়লেখা-রাজনগর মহাসড়কে যান চলাচল বন্ধের বিজ্ঞপ্তি

বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা-রাজনগর আঞ্চলিক মহাসড়কে বুধবার (১১ এপ্রিল) রাত ৮টা থেকে যান চলাচল বন্ধ হয়েছে। বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সওজ।
মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন বড়লেখা-রাজনগর আঞ্চলিক মহাসড়কের জুড়ী উপজেলায় অবস্থিত ‘জাঙ্গীরাই’ বেইলি সেতুটি মেরামতের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এসময় বিকল্প সড়কে যান চলাচল করতে পারবে।
সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ জরুরী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন কুলাউড়া-জুড়ী-বড়লেখা ও সিলেটের বিয়ানীবাজার-শেওলা-চারখাই (আর-২৮১) সড়কের ৩৪তম কিলোমিটারে অবস্থিত ‘জাঙ্গীরাই’ বেইলী সেতুটি মেরামতের জন্য বুধবার (১১ এপ্রিল) রাত ৮টা থেকে পরদিন (১২ এপ্রিল) বেলা ১২টা পর্যন্ত সবধরণের যান চলাচল বন্ধ থাকবে।

নির্বাহী সম্পাদক
Leave a comment
এই বিভাগের আরো সংবাদ

বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১২ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীবিস্তারিত

সিলেটের আর কোন পাথর কোয়ারি খুলে দেওয়া হবে না : পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটের আর কোন পাথর কোয়ারিবিস্তারিত