বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা-রাজনগর আঞ্চলিক মহাসড়কে বুধবার (১১ এপ্রিল) রাত ৮টা থেকে যান চলাচল বন্ধ হয়েছে। বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সওজ।
মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন বড়লেখা-রাজনগর আঞ্চলিক মহাসড়কের জুড়ী উপজেলায় অবস্থিত ‘জাঙ্গীরাই’ বেইলি সেতুটি মেরামতের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এসময় বিকল্প সড়কে যান চলাচল করতে পারবে।
সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ জরুরী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন কুলাউড়া-জুড়ী-বড়লেখা ও সিলেটের বিয়ানীবাজার-শেওলা-চারখাই (আর-২৮১) সড়কের ৩৪তম কিলোমিটারে অবস্থিত ‘জাঙ্গীরাই’ বেইলী সেতুটি মেরামতের জন্য বুধবার (১১ এপ্রিল) রাত ৮টা থেকে পরদিন (১২ এপ্রিল) বেলা ১২টা পর্যন্ত সবধরণের যান চলাচল বন্ধ থাকবে।
নির্বাহী সম্পাদক