শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: বৃষ্টি আসলেও থামেনি কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ছাড়েননি সাধারণ শিক্ষার্থীরা।
দুপুর ১২ টার দিকে চারদিক অন্ধকার করে বৃষ্টি শুরু হলে নগরীর গুরুত্বপুর্ণ সড়ক চৌহাট্টায় অবস্থান নিয়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা অবরোধ অব্যাহত আছে।
বুধবার সকাল থেকে নগরীর চৌহাট্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
জিন্দাবাজার, রিকাবিবাজার, আম্বরখানা, মিরবক্সটুলা, চৌহাট্টা রোডসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এসময় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন।
এসময় তারা জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে সকাল থেকে ‘দে দে চাকরি দে, নইলে মোদের বুলেট দে’, ‘কোটা পদ্ধতির সংস্কার চাই’, ‘দেবো, দেবো, রক্ত দেবো, রক্ত দিয়ে সফল হবো’ শ্লোগান দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে শিক্ষার্থীরা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন।
বার্তা বিভাগ প্রধান