Home » মেননের বক্তব্যের পর সংসদ ভেঙে দেওয়া উচিত ছিল: মওদুদ

মেননের বক্তব্যের পর সংসদ ভেঙে দেওয়া উচিত ছিল: মওদুদ

একাদশ জাতীয় নির্বাচন নিয়ে দেরি হলেও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান সত্য বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘মেননের এই বক্তব্যের পর সরকারের উচিত ছিল অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেওয়া।’ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে নতুন নির্বাচনের দাবিতে আয়োজিত আইনজীবী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ‘৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে সত্য কথা বলায় মেননকে ধন্যবাদ জানাই। কারণ, তিনি যা বলেছেন, সেটা আমরা শুরু থেকেই বলে আসছি। ২৯ ডিসেম্বর রাতে সিভিলিয়ান ক্যু করে সরকার ক্ষমতা দখল করেছে। এই সরকারের রাষ্ট্র পরিচালনা করার নৈতিক বা সাংবিধানিক অধিকার নেই।’ 

জনগণকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে ভোট চুরি করে ক্ষমতায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে অভিযোগ করে মওদুদ বলেন, ‘বিচার বলে তো একটা জিনিস আছে।  ২০১৯ সালটা শুরু হয়েছে নুসরাত হত্যাকাণ্ড দিয়ে। এরপর ছাত্রলীগের টেন্ডারবাজি,  চাঁদাবাজি। যুবলীগ নেতা খালেদ, শামীম, সম্রাট গ্রেফতার। এ রকম কত সম্রাট, কত শামীম, কত খালেদ যে যুবলীগে এখনও আছে, সেটা আমরা আন্দাজ করতে পারি।’ তিনি আরও বলেন, ‘২০১৯ সাল ইজ ব্যাড লাক ফর গভার্নমেন্ট।’

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার মঈনুল হোসেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট ফজলুর রহমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,  সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

সুত্র: বাংলা ট্রিবিউন

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *