Home » কোটা পদ্ধতীর সংস্কার দাবিতে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়েছেয় আন্দোলনরত শিক্ষার্থীরা

কোটা পদ্ধতীর সংস্কার দাবিতে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়েছেয় আন্দোলনরত শিক্ষার্থীরা

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম : সরকারি চাকরিতে কোটা পদ্ধতীর সংস্কার দাবিতে আন্দোলনরত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়েছেন।

তাদের অবরোধে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সেখানে যানবাহন আটকা পড়েছে। দুপুর পৌণে ১২টার দিকে চৌহাট্টা এলাকায় সিলেটের জেলা প্রশাসক নূমেরি জামানের গাড়িও আটকা পড়েছে বলে জানা যায়।

এসময় তারা জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে অবস্থান কর্মসূচি তুলে নেয়ার ব্যাপারে সিলেট মহানগরীর কোতোয়ালি থানার এসি গোলাম দস্তগীরের আলাপ-আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।

আলাপ-আলোচনা এক পর্যায়ে বাক-বিতন্ডায় রুপ নিয়েছে। পুলিশ অবস্থান কর্মসূচি তুলে নিতে চাপ অব্যাহত রেখেছে। তবে আন্দোলনকারীরা তা পাত্তা দিচ্ছেননা।

পুলিশের অবস্থান বিবের্চনা করে তারা অ্যাকশনে যেতে পারেন বলে মনে হচ্ছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে তারা যখন-তখন অ্যাকশনে নামতে প্রস্তুত।

এর আগে সকাল থেকে ‘দে দে চাকরি দে, নইলে মোদের বুলেট দে’, ‘কোটা পদ্ধতির সংস্কার চাই’, ‘দেবো, দেবো, রক্ত দেবো, রক্ত দিয়ে সফল হবো’ ইত্যাদি শ্লোগান দিতে দিতে নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যায় ও কলেজ থেকে শিক্ষার্থীরা সিলেটের কেন্দ্রীয় শহীদমিনারের সামনে জড়ো হন।

সকাল ১১টার দিকে তারা চৌহাট্টা পয়েন্টে অবস্থান গ্রহন করেন। কত সময় তারা সেখানে থাকবেন তা জানা যায়নি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *