Home » রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের হস্তক্ষেপ চেয়েছে প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের হস্তক্ষেপ চেয়েছে প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিবেশি ভারতের হস্তক্ষেপ চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে রাজি করাতে সহযোগিতা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। শনিবার, দু’নেতার বৈঠকের পর নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে একমত হয়েছেন দু’নেতা। আসামের বিতর্কিত নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ বাসিন্দার ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ জানান শেখ হাসিনা। তবে ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলে বিষয়টি প্রতিবেশি দেশের ওপর চাপ ফেলবে না বলে তাকে আশ্বস্ত করেন মোদি।

যৌথ বিবৃতিতে, দ্রুততম সময়ের মধ্যে প্রস্তাবিত তিস্তা চুক্তি স্বাক্ষরে কাজ চলছে বলেও জানায় ভারত।

বিবৃতি অনুযায়ী, এরইমধ্যে গোমতী, ধরলাসহ পৃথক ছয় অভিন্ন নদীর পানি বণ্টনে ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দু’নেতা। এর আগে, ভারতের পণ্য পরিবহনে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার; ফেনী নদী থেকে পানি প্রত্যাহারসহ ৭টি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই করে দু’দেশ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *