শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ নয় প্রতিরোধ’ নামক উদ্যোগে সিলেটে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ এপ্রিল) বিকেল ৫ টায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে থেকে এই মিছিল শুরু হয়।এটি নগরীর ক্বীন ব্রিজ সংলগ্ন সারদা হলে গিয়ে শেষ হয়।এই মৌন মিছিলের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আত্মকথা’। ধর্ষণ বিরোধী এ মিছিলে অংশগ্রহণকারীদের মুখ ছিল কালো কাপড়ে বাঁধা। ধর্ষণ ও ধর্ষকের প্রতি ঘৃণা ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার আহ্বান জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। মিছিলে অংশ নেন নাট্য ও সমাজকর্মী ডা. নাজরা চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, বাংলাদেশ নারী মুক্তি সংসদ সিলেট জেলার সভানেত্রী ইন্দ্রাণী সেন সম্পা, নাট্যকর্মী গৌতম চৌধুরী, আঁখি দেব, অদিতি দাস, বন্যা চৌধুরী, নাঈমা হক চৌধুরী, সুতপা বিশ্বাস, শ্রাবণী দেবরায়, শুভ দাশ, রাজীব রাজু, সাগর আহমেদ, নওরীন তন্বী, শংকর, আফজাল,মানিক,মুহিব, সাংবাদিক ছামির মাহমুদ, নাট্যকর্মী রাজীব রাসেল, উত্তম কাব্য, রুবেল আহমেদ কুয়াশা, মাসুম খান, সামি, সাজ্জাদ,হাবিব, তাহমিনা আহমেদ প্রমুখ। আয়োজকরা জানিয়েছেন, ধর্ষণ বিরোধী এ কর্মসূচি জারী থাকবে এবং পরবর্তী কর্মসূচি জানিয়ে দেয়া হবে। এতে অংশ নিয়ে আন্দোলনকে ফলপ্রসূ করে তুলতে সকল সচেতন নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এর আগে রোববার (৮ এপ্রিল) একই দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সারাদেশে ধর্ষণের শিকার হয়েছেন ১৮৭ জন নারী। কোন নারী ও শিশু আজ নিরাপদ নয়- না ঘরে, না বাইরে। ধর্ষণকে সমূলে উপড়ে ফেলতে হলে আমাদের শুধু প্রতিবাদ নয়, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই ঘরে বসে নয়, রাজপথে নেমে এই আন্দোলনকে বেগবান করে তুলতে হবে। মানববন্ধনে অংশ নেন নাট্য ও সমাজকর্মী ডা. নাজরা চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেট শাখার সাধারন সম্পাদক আব্দুল করিম কিম, ইনার হুইলের সাধারণ সম্পাদক ফরিদা নাসরিন, নাট্যকর্মী গৌতম চৌধুরী, আঁখি দেব, অপু সেনাপতি, আতিকুল ইসলাম, ইমন, সন্দীপ, রাশেদ, পিংকি ভৌমিক, সাগর প্রমুখ।
বার্তা বিভাগ প্রধান