Home » প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ১০০ টাকার সেই নোট ‘ভুয়া’

প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ১০০ টাকার সেই নোট ‘ভুয়া’

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত একটি ১০০ টাকার নোটের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে সেই নোটটি ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।  আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত কোনো নোট তারা ছাড়েনি। এ ধরনের নোট ছাড়ার কোনো সিদ্ধান্তও নেই তাদের। ফেসবুকে যে ছবি দেখা যাচ্ছে, তা ভুয়া।  বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আরও জানান, বর্তমানে কাগুজে নোটে বঙ্গবন্ধুর ছবি আছে।

নতুন করে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি।এই ভুয়া নোটের বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। সেখানে বলা হয়, ফেসবুকের মাধ্যমে যে নোটের ছবি দেখা যাচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী এ ধরনের নোটের ছবি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।এ ছাড়া ভুয়া নোট ছড়ানোয় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *