Home » মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখতে কোটা সংস্কার প্রয়োজন: ড. জাফর ইকবাল

মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখতে কোটা সংস্কার প্রয়োজন: ড. জাফর ইকবাল

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে কোটার অনুপাত ঠিক নয়। আর মানুষের মধ্যে বড় ক্ষোভ সৃষ্টি হয়েছে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে। ঘুরেফিরে মুক্তিযোদ্ধাদের উপর, তাদের সন্তানের উপর, তাদের পরিবারের উপর অসম্মান হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে মুক্তিযোদ্ধাদের কেউ যেন অসম্মান না করে। মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য কোটা সংস্কার প্রয়োজন।

তিনি আরো বলেন, অনগ্রসর কোন গোষ্ঠী যদি অবহেলিত হয় তাদের সামনে নিয়ে আসার জন্য কোটা দেয়া হয়। কোন জায়গায় যদি কোটার সংখ্যাই বেশি হয় তবে তা মোটেও যুক্তিসঙ্গত নয়। কোটার অনুপাত অবশ্যই সামঞ্জস্যপূর্ণ ও যুক্তিযুক্ত হতে হবে।
সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে কোটা সংস্কার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এদিকে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ব্যাপারে তিনি বলেন, শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা বাড়াবাড়ি পর্যায়ের হয়ে গেছে এবং এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *