Home » ধ্রুবতারা সিলেট এর উদ্যোগে  Back to School Day ক্যাম্পেইন

ধ্রুবতারা সিলেট এর উদ্যোগে  Back to School Day ক্যাম্পেইন

ধ্রুবতারা সিলেট এর উদ্যোগে  Back to School Day ক্যাম্পেইন অনুষ্টান

“দশ কোটি শিক্ষাবঞ্চিত মানুষের জন্য আমরা দশ
কোটি!

আমাদের ভবিষ্যৎ আমরাই গড়বো!! ”
শান্তিতে নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী -র 100 Million for 100 Million ক্যাম্পেইন এর কর্মসূচি হিসেবে পাঁচটি মহাদেশের হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হচ্ছে Back to School Day কর্মশালা,
তারই ধারাবাহিকতায়, বাংলাদেশে এ কর্মসূচি
আয়োজন করা হচ্ছে,আমাদের মাঝে ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের কিভাবে জ্ঞানের আলোয়
আলোকিত করা যায়, সে সংক্রান্ত পর্যালোচনা এবং
তাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে কি পদক্ষেপ
গ্রহণ করা জরুরী, সেই সব বিষয় উঠে আসে
কর্মশালায়।জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ যুব ও
সেচ্ছাসেবী সংগঠন “ধ্রুবতারা ইয়ূথ
ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)” এবং
“গণসাক্ষরতা অভিযান” এর যৌথ আয়োজনে
আজ সিলেটের সিরাজউদ্দিন আহমেদ একাডেমীতে Back To School Day ক্যাম্পেইন করা হয়।শিশুরাই আমাদের ভবিষ্যৎ
শিক্ষা জাতীর মেরুদন্ড….
আসুন, আমরা আমাদের ভবিষ্যৎ মেরুদন্ডকে শক্ত
করার দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাই।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, গণসাক্ষরতা অভিযান ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার রেহানা বেগম, এছাড়াও উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়োথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রিয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক মোহাম্মদ পলাশ তালুকদার,সাংগঠনিক সম্পাদক মোঃসাদিকুর রহমান, সিলেট আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং ধ্রুবতারা সিলেট বিভাগের সহ-সভাপতি এমদাদ রহমান,কবিরুল ইসলাম কবির,ধ্রুবতারা সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লিমন মিয়া, বিপ্র দাস বিশু,ধ্রুবতারা সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান,নুরুল ইসলাম,শামীম আহমেদ,মাহফুজ,জাকির আহমদ ও সিরাজউদ্দিন একাডেমীর সম্মানীত শিক্ষকবৃন্দ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *