Home » সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুর,চাঁদপুর,শরীয়তপুর,কুমিল্লা, ভোলাসহ কয়েকটি জেলার শতাধিক গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এদিকে, দেশজুড়ে আজ ২৮তম রোজা পালিত হচ্ছে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।কিন্তু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ায় তাদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলার কয়েক হাজার মানুষ ঈদ পালন করছেন। যদিও তাদের ঈদ উদযাপন নিয়ে বিতর্ক রয়েছে।

চাঁদপুরে প্রায় ১১২ বছর ধরে এভাবে ঈদ পালন করছেন হাজীগঞ্জের পীর মাওলানা ইসহাকের অনুসারীরা। দিনাজপুরের ৬ উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ ঈদ উদযাপন করছেন। তারা রাজশাহীর কাটাখালীর মাকতাবাতুস সুন্নাহ নামক সংগঠনের অনুসারী।ভোলায় তিন উপজেলার ৭টি গ্রামেও ঈদ উদযাপন করছেন সুরেশ্বরী মতাবলম্বী প্রায় ২ হাজার পরিবার।মৌলভীবাজারে উজাণ্ডি পীরের অনুসারী ১০টি গ্রামের দেড় শতাধিক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন আজ।এছাড়াও চট্টগ্রাম, ঝিনাইদহ, বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, শেরপুর ও পটুয়াখালীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *