ডেস্ক নিউজঃ তথ্য প্রযুক্তির এই যুগে একটি ল্যাপটপ আপনার কাছে কতটা প্রিয় তা আর বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না। কম্পিউটার আবিষ্কারের পর বিভিন্ন সুবিধার কারণে ল্যাপটপের জনপ্রিয়তা চোখ ধাঁধানো। যদিও প্রফেশনাল কাজের জন্য ডেস্কটপই উপযুক্ত, তবুও বতর্মানে যান্ত্রিক মানুষের কাছে ল্যাপটপই বেশি প্রিয়।
ল্যাপটপ কিনে ব্যবহার করলেই চলবে না। আমাদের প্রয়োজন ল্যাপটপের দীর্ঘদিন সার্ভিস। তাই আপনার প্রিয় ল্যাপটপটির সার্ভিস বাড়াতে নিচের টিপসগুলো অনুসরণ করুন।
১। ব্যাটারির লাইফ টাইম বাড়াতে স্কিনের ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করুন।
২। প্রসেসরের উপর চাপ কমাতে অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ রাখুন।
৩। ব্যাটারি কানেক্টরের লাইন মাঝে মাঝে পরিষ্কার করুন।
৪। কম দরকারি উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন।
৫। সরাসরি সূর্যের আলোয় ল্যাপটপ ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৬। ল্যাপটপের সিডি/ডিভিডি রমের ক্ষমতা কম থাকে তাই সব সময় হার্ডডিস্ক থেকে মুভি/গান চালাবেন।
৭। এয়ার ভেন্টের পথ খোলা রেখে সহজে বাতাস চলাচল করে এমন স্থানে ল্যাপটপ রেখে কাজ করুন।
৮। শার্টডাউনের পরিবর্তে হাইবারনেট অথবা স্লিপ অপশন ব্যবহার করতে পারেন।
৯। দরকার ছাড়া ব্লু-টুথ এবং ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন।
১০। হার্ডডিস্ক ও সিপিইউ এর মেইনটেন্স এর সময় কোন প্রকার কাজ করা উচিত নয়।
১১। সবসময় এডেপটারে লাগিয়ে রেখে চার্জ দিবেন না। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালান।
১২। মাসে দুই তিন বার হাডর্ডিস্ক ডিফ্রাগমেন্ট করুন।
১৩। ম্যালওয়ার-অ্যাডওয়ার জাতীয় ক্ষতিকারক সফটওয়ার ব্যবহার থেকে বিরত থাকুন এবং ভাল মানের এন্টিভাইরাস ব্যবহার করুন।
১৪। কির্বোড ও ল্যাপটপের ডিসপ্লে ধুলোর থেকে রক্ষার জন্য স্ক্রিন ও কির্বোড প্রটেক্টর ব্যবহার করুন।
বার্তা বিভাগ প্রধান