এমসি কলেজ প্রতিনিধি :: সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সুনামগঞ্জ সরকারী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ। মঙ্গলবার শিক্ষা অধিদপ্তর প্রেরিত এক পত্রে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
অধ্যাপক সালেহ আহমদ সিলেট এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক ছিলেন। সেখান থেকে পদোন্নাতি পেয়ে তিনি সুনামগঞ্জ সরকারী কলেজের উপাধ্যক্ষ হন।
এবার সুনামগঞ্জ সরকারী কলেজ খেকে বদলি হয়ে তিনি সিলেট এমসি কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পেলেন।
নির্বাহী সম্পাদক