Home » সিলেট নগরীতে পথ তারার ইফতার সম্পন্ন

সিলেট নগরীতে পথ তারার ইফতার সম্পন্ন


“ডাস্টবিনে নয়, অসহায় মানুষের মুখে অন্ন” প্রতিপাদ্যকে সামনে রেখে স্বার্থহীন সমাজ কল্যান সংস্থার ব্যবস্থাপনায় ফুড ব্যাংকিং টিম সিলেট নগরীতে কাজ করে আসছে দুবছর ধরে। অসহায়দের মুখে অন্ন তুলে দিচ্ছে ফুড ব্যাংকিং টিমের স্বেচ্ছাসেবকরা। সংগঠনের কল সেন্টারে কল আসলে স্বেচ্ছাসেবকরা খাবার সংগ্রহ করে সিলেট নগরীতে থাকা অসহায় নিরন্ন মানুষদের মাঝে পৌছে দিয়ে আসে তারা।
শনিবার (২৫ মে) প্রতি বারের ন্যায় এবারও ফুড ব্যাংকিং টিমের উদ্যোগে পথ তারার ইফতার অনুষ্টিত হয়। নগরীর ক্বীন ব্রিজ থেকে শুরু করে কোর্ট পয়েন্ট, বন্দর বাজার, তালতলা পয়েন্ট, জিতু মিয়ার পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা, জেল রোড, নয়া সড়ক, উপশহর, আম্বর খানা, সুবিদবাজার, লামাবাজার, রিকাবি বাজার সহ সিলেট শহরের সকল পয়েন্টে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ভ্রাম্যমাণভাবে বিতরণ করা হয় ইফতার। এরপর সকল স্বেচ্ছাসেবকরা মিলে ক্বীন ব্রীজের নিচে অসহায় মানুষদের সাথে ইফতার সম্পন্ন করে।
উক্ত ইফতার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়সাল আহমেদ বাবলু, এপেক্স ক্লাব অব জালালাবাদ এর সভাপতি হুশিয়ার আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইচ্ছা পুরণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা রেশমা জান্নাতুল রুমা, পরিবর্তন চাই সিলেটের বিভাগীয় সমন্বয়ক মোঃ বাদশা মিয়া।
অথিতিদের বক্তব্যে ফুড ব্যাংকিং টিমের স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর জন্য সকল প্রকার সহযোগীতা করার আশ্বাস দেন ।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এডমিন মাহবুব খান, জাহিদ হাসান ইমন, রাসেল মিয়া, মাসুদুর রহমান মাসুদ, মিসবাহ উল হক, মোঃ মিলাদ খান, মোঃ রোমন, আমিনুল ইসলাম, রাজ আহমেদ রাজ, সাইদুল ইসলাম, সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন ওলিউল, বিল্লাল, মুন্তাসির, রিপন, তাওহিদ, মাহমুদুর, আশরাফ, কামাল, হৃদয়, হোসাইন, সাইরুল, জুয়েল, শিহাব, সুহাত, আজহারুল, সুহেল, সাহেদ, জয়, সাজন, শাকিল, মোস্তাক, রাকুল, রুহুল, সুফিয়ান, জয়নাল, দিনার, মামুন, তারেক, প্রণয়, নাহিন, রুনা, সায়মা সহ সংগঠনের শুভাকাঙ্কীবৃন্দ। এডমিন মাহবুব খান উক্ত পথ তারার ইফতার আয়োজন সফল করায় সংগঠনের এডমিন, সদস্য, শুভাকাঙ্কীদের ধন্যবাদ জানান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *