Home » করাচি থেকে আসা বিমানকে জরুরি অবতরণে বাধ্য করে ভারতীয় বায়ুসেনারা

করাচি থেকে আসা বিমানকে জরুরি অবতরণে বাধ্য করে ভারতীয় বায়ুসেনারা

আকাশসীমা লঙ্ঘন করে ভুল পথে ভারতে ঢুকে পড়েছিল একটি কারগো বিমান৷ সেটিকে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে নামতে বাধ্য করল ভারতীয় বায়ুসেনা৷ আরও চাঞ্চল্যকর তথ্য, বিমানটি পাকিস্তানের আকাশপথ থেকে দিক পরিবর্তন করে এবং ভারতের আকাশে ঢুকে পড়ে৷ তারপরেই বিমানটির জরুরি অবতরণ করায় বায়ুসেনা৷

জর্জিয়ার এএন-১২ এয়ারক্রাফটের একটি বিমান করাচি ছাড়ার পর দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়৷ কিন্তু হঠাৎই সেটি দিক পরিবর্তন করে এবং যে রুট দিয়ে ভারতে ঢোকার কথা তা না করে উত্তর গুজরাত দিয়ে প্রবেশ করে৷ ভারতের ব়্যাডারে ধরা পড়ার পর বিমানটিকে জয়পুরে বিমানবন্দরে নামতে বাধ্য করে ভারতীয় বায়ুসেনা৷

ওই বিমানের চালক ও অন্যান্য কর্মীদের জেরা করা হচ্ছে৷ কেন চালক দিক পরিবর্তন করলেন তা জানার চেষ্টা চলছে৷ এই কারগো বিমানটির ভারতে আসার কথাই ছিল৷ কিন্তু যেহেতু এটি ভুল পথ দিয়ে ঢোকে তাই সাময়িক উত্তেজনা ছড়ায়৷

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *