Home » ৯০ হাজার ভিডিও সরিয়েছে ইউটিউব

৯০ হাজার ভিডিও সরিয়েছে ইউটিউব

সন্ত্রাসবাদে ইন্ধন দেওয়ার অভিযোগে এই বছরের প্রথম তিন মাসে ৯০ হাজার ভিডিও ডিলিট করেছে ইউটিউব। মার্কিন কংগ্রেসে জমা দেওয়া প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে গুগলের মালিকানাধীন সংস্থাটি।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গত ২৪ এপ্রিল মার্কিন আইনসভায় জমা দেওয়া তথ্যে গুগল জানিয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী নীতি ভাঙার সন্দেহে এই বছরের প্রথম ৩ মাসে ইউটিউবের ১০ লাখ ভিডিও ম্যানুয়ালি পরীক্ষা করে দেখেছে ইউটিউব কর্তৃপক্ষ।
এজন্য কয়েক মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে তারা। এর মধ্যে ৯০ হাজার ভিডিও ইউটিউবের নীতি ভঙ্গের অভিযোগে ডিলিট করে দেওয়া হয়েছে।
গত মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসবাদী হামলার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং করে হামলাকারী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে হিংসাত্মক রাজনৈতিক বিষয়বস্তু সরিয়ে ফেলার জন্য গুগল, ফেসবুক, টুইটার ও মাইক্রোসফটকে নির্দেশ দিয়েছিল মার্কিন কংগ্রেসের হোমল্যান্ড সিকিউরিটি সংক্রান্ত কমিটি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *