প্রয়াত সঙ্গীত শিক্ষক আদিত্য মোহন বাগচী’র স্মরণ সভা অনুষ্টিত

গৗতম বুদ্ধ পাল, শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: ২ এপ্রিল বিকেল ৫ টায় রাগরঙ সঙ্গীত আকাদেমি আয়োজিত প্রয়াত সঙ্গীত শিক্ষক শ্রী আদিত্য মোহন বাগচী’র সম্মানে স্মরণ সভা মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। রাগরঙ সঙ্গীত আকাদেমির অধ্যক্ষ রনি প্রেন্টিস রয় এর সভাপতিত্বে স্মরণ সভায় স্বাগত ভাষন দেন রাগরঙ সঙ্গীত আকাদেমির সম্পাদক এড.ডাডলী ডেরিক প্রেন্টিস, আলোচনা করেন লেখক, গবেষক মুজিবুর রহমান মুজিব, কবি মায়া ওয়াহেদ, এডভোকেট বিশ্বজিৎ ঘোষ, নাট্যকার আব্দুল মতিন, উদীচীর সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী, এড.কাঞ্চন দাশগুপ্ত, সুর নিকেতনের সভাপতি শিবপ্রসন্ন ভট্টাচার্য, সংস্কৃতিজন নির্বেন্দু নির্ধতূ ওপুলক কান্তি ধর প্রমুখ। শুরুতেই প্রয়াত সঙ্গীত শিক্ষক প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে শোক নিরবতা পালন করা হয়।

নির্বাহী সম্পাদক
Leave a comment
এই বিভাগের আরো সংবাদ

সিলেটে নতুন করে আরও একজন করোনা রোগী বাড়লো
সিলেটে আরও একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন থেকে শহীদ শামসুদ্দিনবিস্তারিত

ড. মোমেন ও আনোয়ারুজ্জামানসহ ২৮৮ জনের বিরুদ্ধে আরেক মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার প্রায় ১০ মাস পর আদালতের নির্দেশে সিলেট নগরীর কোতোয়ালী থানায় মামলাটিবিস্তারিত