জে,জাহেদ চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী থানার চরপাথরঘাটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির তিন শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
নির্যাতনের শিকার তিন শিক্ষার্থী পুলিশের হেফাজতে আছে।
এ ঘটনায় আজ ওই স্কুলে কোনো ক্লাস হয়নি। অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল হাশেমকে ঢাকা থেকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলি থানার ওসি তদন্ত ইমাম হাসান।
কর্ণফুলীর পশ্চিম চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম প্রতিদিন সন্ধ্যায় শিক্ষার্থীদের আলাদা ব্যাচে পড়াতেন। পড়ানোর ফাঁকে নানা অজুহাতে নিজের কক্ষে ডেকে নিয়ে যেতেন ছাত্রীদের।
কয়েকদিন আগে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তার মাকে জানায় পড়ানোর সময় তাকে যৌন নিপীড়ন করেছেন প্রধান শিক্ষক আবুল হাশেম। একই অভিযোগ করে আরো দুই জন। পরে পরিবারগুলো থানায় মামলা করে। যাহার জিআর নং ০৭/১৮ইং।
অভিযুক্ত শিক্ষকের সর্ব্বোচ্চ শাস্তি চেয়েছে পরিবারগুলো।
বিদ্যালয় কমিটি জানিয়েছে অভিযোগের সত্যতা পেলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক