Home » ব্রিটিশ নাগরিক লুসি হেলেন অবশেষে বাংলাদেশের নাগরিকত্ব পেলেন

ব্রিটিশ নাগরিক লুসি হেলেন অবশেষে বাংলাদেশের নাগরিকত্ব পেলেন

ডেস্ক নিউজ : ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্ট অবশেষে বাংলাদেশের নাগরিকত্ব পেলেন। এই দেশের জন্য তার ভালোবাসা এবং মানবতার সেবায় নিবেদিত থাকায় সরকার ৮৭ বছর বয়সী লুসিকে নাগরিকত্ব দিয়েছে। তিনি ৫৭ বছর ধরে বাংলাদেশে বসবাস করছেন।

শনিবার (৩১ মার্চ) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক অনুষ্ঠানে লুসি হেলেনের কাছে নাগরিকত্বের সনদ হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের কথা জানান।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী এবং শেখ রেহানা উভয়ই লুসি হেলেনের সঙ্গে কথা বলেন। লুসি বর্তমানে বরিশাল নগরীর অক্সফোর্ড মিশনে থাকেন। তিনি নাগরিকত্ব পেয়ে অত্যন্ত খুশি।

লুসি প্রধানমন্ত্রীকে অবহিত করেন, তিনি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তবে তার সেই ইচ্ছা পূরণ হয়নি।

ব্রিটেনের সেন্ট হেলেন্স শহরে ১৯৩০ সালের ১৬ ডিসেম্বর লুসির জন্ম। মাত্র ১৯ বছর বয়সে মানবতার সেবায় অনুপ্রাণিত হন এবং নার্সিংকে পেশা হিসেবে বেছে নেন তিনি। শৈশব থেকেই ভারতীয় উপমহাদেশের প্রতি তার আকর্ষণ ছিল। মানবতার সেবার অঙ্গীকার নিয়ে তিনি ১৯৬০ সালে বাংলাদেশে আসেন। ওই বছরই লুসি বরিশাল অক্সফোর্ড মিশনে যোগদান করেন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পড়াতে শুরু করেন। এরপরে তিনি আর নিজের দেশে ফেরেননি। এই দেশের মাটি মানুষের প্রতি ভালোবাসার আকর্ষণে বাংলাদেশেই অবস্থান করছেন।

পরে তিনি যশোর, খুলনা, নওগাঁ, ঢাকা গোপালগঞ্জে ৫৭ বছর ধরে কাজ করেছেন। ২০০৪ সালে তিনি অবসর গ্রহণ করেন এবং বরিশাল অক্সফোর্ড মিশনে ফিরে যান।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *