ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায, বিগত ২৬ মার্চ দিবাগত রাতে আনুমানিক রাত্র ০১.০০ ঘটিকায় গণিপুর গ্রামের কাজী কামরুল হোসেনের বসত বাড়ীর পূর্ব বিটায় বাংলা ঘরে ঘুমিয়ে থাকা কাজী মিসবাহ আওয়াজ শুনিয়া ঘুম হইতে উটিয়া দরজা খুলিয়া বাংলা ঘরের পাশে খড়ের ঘরে আগুন দেখতে পান। সাথে সাথে চিৎকার করলে আশে পাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘর ও খড় পুড়িয়া প্রায় ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকার ক্ষতি সাধন হয়। জাউয়াবাজার পুলিশ ফাড়ির এস আই নূর মোহাম্মদ বিষয়টি তদন্ত করে নিশ্চিত করেন।