যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না

ডেস্ক নিউজ : বিশ্বের এমন ৫৭টি দেশ আছে যেখানে আপনি ঘুরতে যেতে চাইলে ভিসার দরকার পড়বে না। ওই দেশগুলোর এয়ারপোর্টে নেমে আপনি সঙ্গে সঙ্গেই হাতে পেয়ে যাবেন আপনার কাংঙ্খিত ভিসাটি। আর এই ভিসার জন্য আগে থেকে আবেদন করতে হবে না।
যে সব দেশে এয়ারপোর্ট থেকে ভিসা মিলে:
বলিভিয়া, কম্বোডিয়া, ক্যাপে ভারদে, কমোরস, জিবুটি, ডোমিনিয়া, ইথিওপিয়া, গিনি-বিসাউ, গুয়ানা, ইন্দোনেশিয়া, জর্ডন, লাওস, মাদাগাসকার, মালডিভস, মরিতানিয়া, পালাউ, সেন্ট লুসিয়া, সেনেগাল, সেচেলিস, সোমালিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, টিমোর লেসতে, তুভালু, উগান্ডা, অ্যান্টার্কটিকা
যেসব দেশে যেতে ভিসা লাগবে না :
ভুটান, ইকুয়েডর, এল সালভাদর, ফিজি, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মরিশাস, মাইক্রোনেশিয়া, নেপাল, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট এন্ড দ্য গ্রেনাদিনেস, ত্রিনিদাদ এন্ড টোবাগো, ভ্যানুয়াতু, হং কং, দক্ষিণ কোরিয়া, মেসিডোনিয়া, টার্কিস এন্ড কাইকোস আইল্যান্ড, মন্টসেরাত, শালবার্ড।
যেসব দেশে ই-ভিসা লাগে :
জিম্বাবুয়ে, জাম্বিয়া, সাও তামি এন্ড প্রিনসিপি, রাওয়ান্ডা, মিয়ানমার, মলদোভা, কেনিয়া, জর্জিয়া, গ্যাবন, কটে দিলভোরি, বাহরাইন।
পারমিট লাগে যে সব দেশের:
শ্রীলঙ্কা ও সামোয়া।

বার্তা বিভাগ প্রধান
Leave a comment
এই বিভাগের আরো সংবাদ

ইসরায়েলে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান
ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা এখনও থামছে না- জানিয়েছে ইরান। জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে দেশটিরবিস্তারিত

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, জেরুজালেম, তেল আবিব ও তেহরানে বিস্ফোরণ
ইসরায়েল ও ইরান একে অপরকে লক্ষ্য করে শনিবার (১৪ জুন) রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরবিস্তারিত