Home » নতুন গ্রহের সন্ধান, পৃথিবী থেকে ২০ গুন বড়

নতুন গ্রহের সন্ধান, পৃথিবী থেকে ২০ গুন বড়

ডেস্ক নিউজ : পৃথিবীর আকারের মতোই নতুন এক গ্রহের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা।

গ্রহ টি আমাদের পৃথিবী থেকে ২০ গুন বড়। নতুন গ্রহের নাম দেওয়া হয়েছে কে টু ২২৯ বি।

পৃথিবী থেকে ২৬০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটি একটি বামন নক্ষত্রের চারপাশে পরিক্রমণ করছে। ফ্রান্সের এইক্স মারসেলি

ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইক তাদের টেলিস্কোপের সাহায্যে নতুন এই গ্রহের সন্ধান পেয়েছে।

কন্যা রাশিমণ্ডলীর অন্যতম সদস্য এই গ্রহটি প্রতি ১৪ ঘণ্টায় একবার নক্ষত্রের চারপাশে পরিক্রমণ করে। নক্ষত্রের কাছে থাকায় প্রকৃতিগতভাবে সৌরজগতের বুধের সঙ্গে এই গ্রহটির অনেক মিল রয়েছে।
সূত্র : ইত্তেফাক

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *