Home » সুনামগঞ্জে হত্যা মামলায় বৃদ্ধের ফাঁসির দণ্ড

সুনামগঞ্জে হত্যা মামলায় বৃদ্ধের ফাঁসির দণ্ড

ডেস্ক নিউজ : মঙ্গলবার বিকালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল আজিজ (৬৫) ছাতক উপজেলার বিরশপুর গ্রামের মৃত জীবধন মিয়ার ছেলে।

একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দুই বছরের দণ্ডপ্রাপ্ত হলেন তার ছোট ভাই আব্দুল জাহির (৫০)।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মামলার বরাত দিয়ে পিপি খায়রুল কবির রুমেন জানান, পূর্ব বিরোধের জেরে ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি রাতে বিরশপুর গ্রামের তেরাব আলীকে গুলি করে হত্যা করে আব্দুল আজিজ, তার ভাই আব্দুল জাহিরসহ কয়েকজন। এ ঘটনায় পরদিন নিহতের শাশুড়ি খোদেজা বিবি বাদী হয়ে আব্দুল আজিজ ও আব্দুল জাহিরসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে সাতজনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *