প্রধান শিক্ষক ইয়াকুব আলী বলেন স্কুলে কাঠের গাছের পাশাপাশি ফলের থাকা প্রয়োজন ছাত্রছাত্রী ফলের সিজনে ফল খাওয়ার সুযোগ পাবে। আরো সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, মেনেজিং কমিটিরর সদস্য মোঃ সমর আলী। আরো উপস্থিত ছিলেন, লাইফ শেয়ার এর সহসভাপতি বাবর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুহিব রহমান, গ্রীন ওয়ার্ল্ড এর প্রধান আহমেদ সাদী আজাদ, সহকারী জয়নুল আদনান,
আহমেদ বাতির, সদস্য আল-আমিন কাওসার, আব্দুল বাসিত রেজন এবং ইমদাদুল হক। গ্রীন ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট প্রধান আহমেদ সাদি আজাদ বলেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আমাদের বৃক্ষরোপণ করা জরুরী, ষড়ঋতুর বাংলাদেশে আগের তুলনায় বৃষ্টিপাত ও রোদের সামঞ্জস্যতা হারিয়ে যাচ্ছে শুধুমাত্র গাছগাছালি কমে
যাওয়ায়, আমরা কারণে অকারণে গাছ কেটে ফেলি কিন্তু চারাগাছ রোপন করিনা। মনে রাখতে হবে গাছ আমাদের বেঁচে থাকার সকল প্রয়োজনের যোগান দেয়, অক্সিজেন খাবার সব। লাইফ শেয়ার বিশ্বাস করে করে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজের সমারোহ হবে এই দেশ।

নির্বাহী সম্পাদক