সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্ণ চিকিৎসকরা। হামলার ঘটনায় মহিলাসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে হাসপাতালের ৪র্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে সার্জারি বিভাগের ওই ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বরত নারী ইন্টার্ন চিকিৎসকের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে চিকিৎসকের ওপর হামলা চালান। এতে ওই নারী চিকিৎসক হেনস্তার শিকার হন।
ঘটনার পরপরই হাসপাতালে থাকা অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা এগিয়ে এসে ১ মহিলা ও ২ পুরুষকে আটক করেন এবং পরে পুলিশে সোপর্দ করেন। রাত ১টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ্রর একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান করছে।এ ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা। তারা দোষীদের দ্রুত শাস্তির দাবি এবং চিকিৎসার পরিবেশ নিরাপদ করার আহ্বান জানিয়েছেন।

প্রতিনিধি