জগন্নাথপুর প্রতিনিদি: সুনামগঞ্জের জগন্নাথপুর, কলকলিয়া ইউনিয়নের পারারগাঁও গ্রাম মূল অভিযোগ: ভাগ-বাটোয়ারার জমি দখল ও “গায়েবি হয়রানিমূলক” মামলার আতঙ্কে ভুক্তভোগী পরিবারগুলো দিশেহারা। অনেকেই এলাকা ছেড়ে লুকিয়ে আছেন; জীবিকা ও সন্তানদের পড়াশোনায় প্রভাব পড়ছে।
অভিযোগ করছেন: প্রবাসী মইনুল রহমান (আমেরিকা), মাজু মিয়া (ইতালি/ফ্রান্স ফেরত)সহ আরও কয়েকজন।
মজাইল ইসলামসহ ভুক্তভোগীরা জানান— জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া ও স্থানীয় বিএনপির নেতা আব্দুস সালামসহ কয়েকজনের বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন মামলা দেওয়া হচ্ছে।
অভিযোগের বিবরণে: ভাগ-বাটোয়ারা ছাড়া অস্পষ্ট কাগজপত্রে জমি দখল ও পরে উল্টো মামলা। বহু মামলায় একই ব্যক্তিদের বারবার আসামি করা হচ্ছে; পুলিশি হয়রানি, গ্রেপ্তারের ভয়। স্থানীয় প্রভাব খাটিয়ে মামলাবাজি; এলাকার সালিশি প্রচেষ্টা ব্যর্থ।
ভুক্তভোগীদের বক্তব্যের দিকনির্দেশ: “কাল্পনিক ঘটনার ওপর এজাহার”, “আইনকে ঢাল হিসেবে ব্যবহার”, “ব্যক্তিগত প্রতিহিংসা”— এমন অভিযোগ। বাজারের ব্যবসা, ব্যাংকিং, দৈনন্দিন কাজকর্ম বন্ধ হয়ে গেছে; মাসের পর মাস ব্যবসা বসতে পারছেন না।
ভুক্তভোগীদের দাবিদাওয়া নিরপেক্ষ তদন্ত, হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও জমি বিরোধে আদালতের দ্রুত নিষ্পত্তি।
প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।