একজন ব্রেইন টিউমার + ক্যানসার আক্রান্ত রোগির জন্য মানবিক সাহায্যের আবেদন।
আমাদের একজন মা আজ জীবনের সাথে লড়ছেন — আসুন আমরা পাশে দাঁড়াই
প্রিয় ভাই-বোনেরা,
আসসালামু আলাইকুম।
প্রিয় দেশবাশী মরহুম জনাব রফিক মিয়া–সাবেক এম,সি,কলেজ,কর্মচারি এর স্ত্রী, আমার মা,এবং প্রতিটি পরিবারের একজন মা সবার আপনজন,আমার মা আমার জীবনের সব চেয়ে বড় অবলম্বন আমার বাবা নেই,তিনিও মারা গেছেন,আজ আমার মা জনাবা ছায়ারুন বেগম আজ মৃত্যুর সঙ্গে লড়ছেন…
বাম হাত-পা সম্পূর্ণ অবশ হয়ে গেছে, নিজের মাথা তুলতে পারেন না, দাঁড়াতে পারেন না।
একসময়ের হাসিখুশি একজন মা আজ বিছানায় নিস্তেজ—চোখে ভয়, মনে যন্ত্রণার পাহাড়।
তিনি ব্রেইন টিউমার +ব্রেইন ক্যাসার)আক্রান্ত, বর্তমানে চিকিৎসাধীন আছেন নিউরোসার্জারির বিশিষ্ট বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ রশিদুন নবী খান–এর তত্ত্বাবধানে।
MRI রিপোর্ট অনুযায়ী তাঁর মস্তিষ্কে গুরুতর সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শ—জরুরি ভর্তি, পরীক্ষা এবং সার্জারির প্রস্তুতি।
চিকিৎসার খরচ এত বেশি যে পরিবারটি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে…।









বাবা নাই মায়ের অসুস্ত্যতায় আজ একা একটি পরিবার জীবন-মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে।
এই সময়ের মাজে দাড়িয়ে আমি আমার মায়ের জন্য দেশবাশীর কাছে আমার বন্ধু বান্ধবের কাছে একটু সাহায্যের হাত বাড়িয়েছিআপনাদর একটু সাহায্য সহযোগিতা পেলে হয়তো আমার মা আমাদের মাজে সুস্হ্য হয়ে ফিরে আসবেন,তাই এখন একটা পরিবারের পাশে একসাথে দাঁড়ানোর, একজন মায়ের পাশে দাঁড়ানোর, মানবতার হাত বাড়িয়ে দেওয়ার খুব দরকার।
চিকিৎসার জন্য সম্মিলিত আর্থিক সহযোগিতা খুব প্রয়োজন,
পরবর্তী চিকিৎসা করণীয় নির্ধারণ
একজন অসহায় পরিবারের দায়িত্ব ভাগ করে নেওয়া
প্রিয় ভাই বোনেরা ও দেশবাশী
আপনাদের সামান্য সহযোগিতা কারো জন্য হতে পারে বাঁচার শেষ আশার আলো।
আপনারা সবাই মানবিকতার হাত বাড়িয়ে দিন।
অনুরোধক্রমে —
মো:সালাদ্দিন
কর্মচারী কোয়ার্টার, মুরারিচাঁদ (এম,সি,)কলেজ, সিলেট.
বিকাশ নাম্বার, ০১৭১৮ ১৩২২৩৬,
নগদ নাম্বার,০১৭১৮১৩২২৩৬,
সোনালী ব্যাংক সিলেট টিলাগর শাখা :৫৬৩১৭৩৪০৩৪৩৭৩

প্রতিনিধি