1. abusufian7389@gmail.com : .com : sk .com
  2. ashfakur85@gmail.com : আশফাকুর রহমান : Ashfakur Rahman
  3. b.c.s.bipro@gmail.com : বিপ্র দাস বিশু বিত্রম : Bipro Das
  4. zihad0292@gmail.com : Zihad Ul Islam Mahdi : Zihad Ul Islam Mahdi
  5. ahmedmdmahfuz@gmail.com : মোঃ মাহফুজ আহমদ : মোঃ মাহফুজ আহমদ
  6. nazimahmed2042@gmail.com : Najim Ahmed : Najim Ahmed
  7. shahadotchadni@gmail.com : Md Sh : Md Sh
  8. ashfakur86@gmail.com : শুদ্ধবার্তা ডেস্ক : SB 24
  9. shuddhobarta24@gmail.com : shuddhobarta24@ : আবু সুফিয়ান
  10. surveyor.rasid@gmail.com : Abdur Rasid : Abdur Rasid
কয়েক দিন ধরে ১৫ লাশ উদ্ধার সিলেটজুড়ে        
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

কয়েক দিন ধরে ১৫ লাশ উদ্ধার সিলেটজুড়ে

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

সিলেট বিভাগ টানা কয়েক দিন ধরে লাশের খবরেই কাঁপছে । কখনো মাজারের পুকুরে ভাসছে গলাকাটা মরদেহ। কখনো ঘরের তিরে ঝুলছে নববধূর দেহ। আবার কেউ মারা যাচ্ছেন নামাজরত অবস্থায়। কেউ কেউ প্রাণ হারাচ্ছেন সড়কে আবার কেউ খুন হচ্ছেন নিজ বাড়িতেই। আবার কেউ কেউ নিখোঁজ হওয়ার পাওয়া যাচ্ছে লাশ। গত ৯ দিনে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জুড়ে উদ্ধার হয়েছে অন্তত ১৫টি লাশ। যার মধ্যে রয়েছে খুন, আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় নিহতরা। এক সময়ের শান্ত সিলেট এখন যেন এক অজানা ভয়ের শহরে পরিণত হয়েছে। বাড়ির আঙিনা, বাজার, সড়ক কিংবা মাজার সব জায়গা থেকেই মিলছে লাশ। প্রতিদিনই নতুন এক মৃত্যুর খবর শুনে আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। প্রশাসন বলছে, প্রতিটি ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মাধবপুরে স্ত্রীকে খু*ন করে আদালতে হাজির স্বামী: হবিগঞ্জের মাধবপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে আদালতে গিয়ে হত্যার দায় স্বীকার করেছেন তার স্বামী। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এর আগে একই দিন সকালে রাজন আদালতে গিয়ে হত্যার দায় স্বীকার করে বলে জানায় পুলিশ। নিহত ওই নারী শাপলা আক্তার (২৫)। তিনি সিলেটের দক্ষিণ সুরমা এলাকার রাজন মিয়ার স্ত্রী। দীর্ঘদিন থেকে ব্যবসার কাজে মাধবপুর থানার করড়া গ্রামে বসবাস করতেন ওই দম্পতি।ওসমানীনগরে জুয়েলারি দোকান থেকে স্বর্ণ কারিগরের লা শ উদ্ধার: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে উজ্জ্বল বণিক (৪৫) নামের এক স্বর্ণ কারিগরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উজ্জ্বল বণিক হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মারকুলি বাজার এলাকার মৃত কানু বনিকের পুত্র। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা দিকে দোকান ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাজপুর ইউনিয়নের মঙ্গলন্ডী রোডে অবস্থিত ‘শ্রী গোবিন্দ জুয়েলার্সের মালিক সন্তোষ সন্যাসী সকালে দোকানে এসে কর্মচারী উজ্জ্বল বণিককে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজন নিয়ে বিকল্প চাবি দিয়ে দোকানের তালা খোলেন। এরপর দোকানের ভেতরের শয়নকক্ষে বিছানার উপর উজ্জ্বল বণিকের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। উজ্জ্বল বণিক হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মারকুলি বাজার এলাকার মৃত কানু বনিকের পুত্র। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন যাত্রী। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী এনা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি রয়েল কোচ পরিবহন নামে অপর আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহত হন ও অন্তত ২৫ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

শাহপরাণ (রহ.) মাজার পুকুরে ভাসছি*লেন যুবক : সিলেটের শাহপরাণ (রহ.) মাজার পুকুরে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মাজারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম হারুন মিয়া (৩০)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের লাল মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, নিহতের গলায় গভীর কাটা দাগ এবং হাতে কেনোলা বা আঁচড়ের চিহ্ন রয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হারুন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার তিনি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরদিন সকালে মাজারের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের : সিলেটে একদিনে সড়কে ঝরেছে ৩ প্রাণ। তাদের মধ্যে দু’জন বাবা ও মেয়ে। আর আহত হয়েছেন ১০ জন। শনিবার ( ১ নভেম্বর) পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এই প্রাণহানী।

জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীরে। সকাল সাড়ে ৯টার দিকে হবিগঞ্জগামী একটি বাস ও সিলেটগামী একটি প্রাইভেট কারের মধ্যে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় প্রাইভেট কারটির চালক মো. হারুন মিয়া ও তার ১০ বছরের মেয়ে আনিছা বেগম ঘটনাস্থলেই নিহত হন। তাদের বাড়ি ওসমানীনগরের খাদিমপুর গ্রামে।

এ দুর্ঘটনায় একই পরিবারের আরও ৪জন সদস্য আহত হয়েছেন। তারা হলেন মুকিত মিয়া (৩৫), আজিজুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (৩০), বেলাল আহমদের স্ত্রী পান্না বেগম (২৩) ও সফিক মিযার মেয়ে মুন্নি আক্তার (২৩)। আহতদের চিকিৎসা চলছে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

বিয়ের পিঁড়িতে বসা হলো না জবার :মৌলভীবাজারের রাজনগরে জবা বিশ্বাস (২৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এঘটনা ঘটে। নিহত জবা বিশ্বাস (২৫) উপজেলার উত্তরভাগ ইউনিয়নের উত্তরভাগ গ্রামের বাবুল বিশ্বাসের মেয়ে। পুলিশ জানায়, শুক্রবার রাতে সবুজ জবাকে নিয়ে পালানোর চেষ্টাকরলে এসময় জবার বাড়ির লোকজন তাদের আটক করেন। পরবর্তীতে সকলের সম্মতিতে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। এবং জবাকে কনের সাজে সাজানোর জন্য ঘরে পাঠানো হলে বেশ কিছু সময় পার হওয়ার পর বিয়ের পিড়িতে তার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন।

এমতাবস্থায় জবা না আসায় খোজ নিতে গেলে দেখা যায় তিনি ঘরে নেই এবং পেছনের দরজা খোলা। তাৎক্ষণিক সবাই ঘরের পেছনে গিয়ে দেখতে পান যে, জবা বিশ্বাস গলায় ওড়না পেছিয়ে ঘরের পেছনের বাঁশ ঝাড়ের সাথে ঝুলছিলেন। পরে রাজনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করে।

সাদাপাথর যাওয়া হল না জিয়াউল হকের : সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরের চাপায় মো. জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের মোবারক চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) বেলা ১২টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ ঘটনা ঘটে। এরমধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় আহতরা হলেন, সম্রাট (৩৭) তার স্ত্রী সুমাইয়া (২৮) মেয়ে সাওদা (১০) ও ছেলে সিনান (৮) এবং সিএনজি চালক রমজান আলী। এদের মধ্যে সিনানের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটে নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতা খুন :সিলেটে নিজ বাসার ছাদে খুন হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।

সিলেটে বাড়ির পাশে মিললো সৌদি ফেরত যুবকের লাশ : সিলেটের জালালাবাদে বাড়ির পাশে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও পূর্বপাড়ায় নিজ বাড়ির উত্তর-পূর্ব পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহতের নাম খাইরুল ইসলাম (২৪)। তিনি উমাইরগাঁও পূর্বপাড়া (২ নম্বর ওয়ার্ড), ২ নম্বর হাটখোলা ইউনিয়নের মো. রিয়াজ উদ্দিনের ছেলে। খাইরুল দেড় মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোয়াইনঘাটে আল-আমীন হত্যাকাণ্ড : সিলেটের গোয়াইনঘাটে যুবক আল-আমীন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় (নং ৩০/৩০/১০/২৫) ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ৫জন পুরুষ ও একজন নারী। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম। তারা জানান, সেনা ও পুলিশের যৌথ অভিযানে ৬জনকে গ্রেপ্তারের পাশাপাশি আসামীদের হেফাজত থেকে নগদ টাকাসহ প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সিলেটে সড়কে প্রাণ গেল ২ জনের, আহত ৫ :সিলেটে সড়ক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। বুধবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরাণ থানাধীন খাদিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন। নিহতরা হলেন- সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল উমনপুর এলাকার আতাউর রহমানের ছেলে মো. মুন্না (২০) ও শাহপরাণ (রহ.) থানার বাহুবল এলাকার তাজুল ইসলাম (৪০)।

মাধবপুরে নিপার লা*শ উদ্ধার :হবিগঞ্জের মাধবপুর উপজেলার সম্পদপুর গ্রাম থেকে দুই সন্তানের জননী সানজিদা আক্তার নিপার (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, সানজিদার স্বামী রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা ঘটনাটির পর থেকেই পলাতক রয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।

সিলেটে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেলো একজনের : সিলেটের কানাইঘাটে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাখালছড়া গ্রামে প্রতিপক্ষের হাতে আব্দুল হান্নান উরফে হানাই (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে রবিবার (৯ নভেম্বর) ভোরে। এদিকে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

সিলেটে সাইদুলের মরদেহ উদ্ধার : সিলেটের জৈন্তাপুর উপজেলায় আম গাছে ঝুলন্ত অবস্থায় সাইদুল ইসলাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার আসামপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছোট ছেলে। শনিবার (৮ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

সিলেটে চলন্ত সিএনজি অটোরকিশা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু : সিলেটের জৈন্তাপুরে সিএনজি চালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মো. হারুন অর রশিদ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলার কলাগ্রামের বাসিন্দা এবং আব্দুল সামাদের পুত্র। শুক্রবার (০৭ নভেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে মো. হারুন অর রশিদ দরবস্ত বাজার থেকে একটি সিএনজি অটোরিকশায় যাত্রী হিসেবে ওঠেন। সামনের ডান পাশে বসে তিনি হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জৈন্তাপুর থানার পাখিটেকি এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ি থেকে তিনি পড়ে যান তিনি। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত প্রাপ্ত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুমার নামাজে হামলা, প্রাণ গেল মুসল্লির : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজে এ ঘটনা ঘটলেও পুলিশ এখন মূল হোতাকে গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ জানিয়েছ, রুশেলকে গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করে যাচ্ছে। ঘটনার পর পরই সে লাপাত্তা রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আজকের ঘটনাগুলো আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা ইতিমধ্যে প্রতিটি ঘটনার স্থান ঘিরে রেখেছি এবং তদন্ত শুরু করেছি। নিহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, কিছু ঘটনা দুর্ঘটনা হলেও কিছু হত্যা বা রহস্যজনক মৃত্যুও রয়েছে। আমরা নিশ্চিত করছি, যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। জনগণকে অনুরোধ করছি গুজব ছড়াবেন না এবং পুলিশকে সহযোগিতা করবেন। আমাদের মূল লক্ষ্য হলো সবাইকে নিরাপদ রাখা এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা।’

এই বিভাগের আরো সংবাদ
shuddhobarta24
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.