অনলাইন ডেস্ক: দক্ষিণ লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন। এতে আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। দেশটির সরকার ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উভয়ই এটিকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে এ খবর জানায় সংবাদমাধ্যম আলজাজিরা
ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) জানিয়েছে, বৃহস্পতিবার তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, হিজবুল্লাহ গত বছর হওয়া চুক্তি অনুযায়ী নিরস্ত্রীকরণে রাজি হচ্ছে না। অন্যদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ‘সম্পূর্ণ অপরাধ’ বলে আখ্যা দিয়েছেন।
প্রেসিডেন্ট আউন বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় এক বছর হয়ে গেলেও এই সময়ের মধ্যে ইসরায়েল আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোকে প্রত্যাখ্যান করেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান টুরা শহরে আবাসিক এলাকায় আঘাত হানলে এক লেবাননি নাগরিক নিহত এবং আটজন আহত হন। এছাড়া, টায়ার জেলার তায়র দেব্বাতেও আরেকজন আহত হয়েছেন।
বৈরুত থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই এই ধরনের হামলা হচ্ছে। তবে বৃহস্পতিবারের এই হামলাকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমানকে বৈরুতের দক্ষিণাংশের ওপর নিচু দিয়ে উড়ে যেতেও দেখা গেছে।
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল বলছে, ইসরায়েলের এই হামলা বেসামরিকদের নিরাপত্তা বিপন্ন করছে এবং দক্ষিণ লেবাননে ‘অননুমোদিত অস্ত্র ও অবকাঠামো’ (সম্ভবত হিজবুল্লাহর প্রতি ইঙ্গিত) নিয়ন্ত্রণের জন্য লেবাননি সামরিক বাহিনীর প্রচেষ্টাকে দুর্বল করছে। ইউনিফিল আরও সতর্ক করে, এই ধরনের ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপ… রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের দিকে অগ্রগতিকে ক্ষুণ্ণ করে।
এদিকে, হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের রাজনৈতিক আলোচনা প্রত্যাখ্যান করে বলছে, এই ধরনের আলোচনা জাতীয় স্বার্থ পূরণ করবে না। যুক্তরাষ্ট্র ও মিশরের পক্ষ থেকে লেবাননের ওপর সরাসরি আলোচনা শুরুর জন্য চাপ সৃষ্টির পরই হিজবুল্লাহ এই বিবৃতি দেয়। হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেও ইসরায়েলকে তাদের অভ্যন্তরীণ বিভেদকে কাজে লাগিয়ে নিরাপত্তা অভিযানের নামে হামলা চালিয়ে যাওয়ার জন্য অভিযুক্ত করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি সতর্ক করেছেন, লেবাননে অভিযান আরও জোরদার করতে পারে ইসরায়েল।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজাতেও হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র কার্যত ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে ইসরায়েল নিজের ইচ্ছামতো যুদ্ধবিরতি লঙ্ঘন করে খেয়াল খুশি মতো হামলা চালাচ্ছে। একই সঙ্গে, গাজায় মানবিক সহায়তা প্রবেশের বিষয়ে চুক্তির শর্তগুলিও ইসরায়েল ক্রমাগত ভঙ্গ করছে।

প্রতিনিধি