অনলাইন ডেস্ক: ইসরায়েল রবিবার থেকে ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে। নতুন করে তারা তাঁবু ও অন্যান্য আশ্রয় সামগ্রী কারেম আবু সালেম বা কেরেম শালোম সীমান্ত দিয়ে পাঠানোর পরিকল্পনা করেছে।এর আগে গাজা সিটির নিয়ন্ত্রণে নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিল দখলদার বাহিনী।
সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই বলেছেন, জাতিসংঘ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থার সহায়তায় বাসিন্দাদের জন্য নতুন করে তাঁবু ও অন্যান্য আশ্রয় সামগ্রী কারেম আবু সালেম বা কেরেম শালোম সীমান্ত দিয়ে পাঠানো হবে।তবে জাতিসংঘ এই পরিকল্পনা বা মানবিক সহায়তা প্রদানের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীও স্পষ্ট করে জানায়নি যে, এই আশ্রয় সামগ্রী গাজা সিটির প্রায় ১০ লাখ মানুষের জন্য কি না। এমনকি তারা দক্ষিণ গাজার রাফাহ এলাকায় (যা মিশর সীমান্তের কাছে) এগুলো সরিয়ে নিবে, নাকি অন্য কোথাও- সেটাও পরিষ্কার নয়।
আল জাজিরা সূত্রে জানা গেছে, ইসরায়েলি বাহিনী গাজা শহরের আল-আহলি হাসপাতালে বোমা হামলা চালিয়ে সাতজনকে হত্যা করেছে। সামরিক বাহিনী উত্তরাঞ্চলীয় শহরটি দখল করার এবং দশ লক্ষেরও বেশি ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা করছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষে আরও ১১ জন মারা গেছেন। এর ফলে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা ২৫১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১০৮ জন শিশু রয়েছে।
প্রতিনিধি