সিলেটে জুয়ার আসরে হঠাৎ হানা দিয়েছে গোয়েন্দা পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে ৪ জুয়ারীকে। রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে আবুল কাশেম (২৮), একই গ্রামের সালেক মিয়ার ছেলে আবু বক্কর (২৫), বি-বাড়ীয়া জেলার নাসিরনগর থানার বুড়িশ্বর গ্রামের মো. শাহদত আলীর ছেলে মো. আক্তার মিয়া (৩৫), সিলেটের মোগলাবাজার থানার শ্রীরামপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে মোঃ সাবেক আহাম্মদ (২৫)।
জানা যায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাটস্থ পাকি মিয়ার রিক্সা গ্যারেজের সামনে অভিযান চালায়। এসময় ফাঁকা জায়গায় প্রকাশ্য স্থানে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় ওই জুয়ারীকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি, মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি