অনলাইন ডেস্ক: দশকের পর দশক ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের নিয়ে একটি ‘ঐতিহাসিক শান্তি সম্মেলন’ আয়োজন করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ শুক্রবার (৮ আগস্ট) হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। খবর এএফপির। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প ঘোষণা করেন, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ শান্তিচুক্তি স্বাক্ষর করতে আমার সঙ্গে যোগ দেবেন।’
ট্রাম্প লিখেছেন, বহু বছর ধরে এই দুটি দেশ যুদ্ধে লিপ্ত ছিল। যার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। আমার প্রশাসন দীর্ঘদিন ধরে উভয় পক্ষের সঙ্গে আলোচনায় যুক্ত ছিল। এই সাহসী নেতারা সঠিক কাজটি করার জন্য আমি খুব গর্বিত।
এই দুই সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দুবার যুদ্ধ হয়েছে। সর্বশেষ ২০২৩ সালে সামরিক অভিযান চালিয়ে অঞ্চলটি পুনরুদ্ধার করে আজারবাইজান। যার ফলে এক লাখের বেশি জাতিগত আর্মেনীয় নাগরিক দেশত্যাগ করতে বাধ্য হন।
ট্রাম্প বলেন, শুক্রবার ‘আর্মেনিয়া, আজারবাইজান, যুক্তরাষ্ট্র ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক দিন হবে। দুই দেশের মধ্যে ‘একসঙ্গে অর্থনৈতিক পুনরোদ্ধরের জন্য’ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষর করবে।উল্লেখ্য, দুই দেশ গত মার্চ মাসে একটি শান্তিচুক্তির খসড়ায় সম্মত হয়েছিল। তবে আজারবাইজান এরপর আর্মেনিয়ার সংবিধান সংশোধনের মতো বেশ কিছু নতুন শর্ত জুড়ে দিয়েছে। এই শর্তগুলো পূরণ হয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
প্রতিনিধি