৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা রুখতে দেশজুড়ে অভিযান ও নজরদারি জোরদার করেছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে ১ হাজার ৩৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ছিল ১ হাজার ২৬১ জন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীতে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে, সে জন্য ঢাকার ১১টি প্রবেশপথে শতাধিক তল্লাশিচৌকি বসানো হয়েছে।
এছাড়া রাজধানীর ভেতরে আরও আড়াই শতাধিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনগুলোতে চলছে তল্লাশি।
ডিএমপি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন।
সম্প্রতি ঢাকার বসুন্ধরা এলাকায় গোপন বৈঠকের তথ্য পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নানারকম কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়া আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সম্প্রতি একটি উসকানিমূলক বক্তব্য দেওয়ার পর থেকে দলটির নেতা-কর্মীদের মধ্যে তৎপরতা বেড়েছে বলে দাবি করেছে পুলিশ।
ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক বলেন, ‘নিষিদ্ধ দলের নেতা-কর্মীরা যাতে সংগঠিত হতে না পারেন, সে জন্য আমার আওতাধীন ১৩ জেলায় নজরদারি বাড়ানো হয়েছে।’
পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ‘এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা সভা-মিছিল, পোস্টারিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করছেন।’
এর পরিপ্রেক্ষিতে আবাসিক হোটেল, মেস এবং অন্যান্য স্থানে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ আগস্ট ঘিরে এ অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।