মধ্য ক্যালিফোর্নিয়ায় লেমুরের নেভাল এয়ার স্টেশনের কাছে বুধবার (৩০ জুলাই) মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক প্রেস বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্তের আগে পাইলট নিরাপদে বেরিয়ে আসেন এবং স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
সিএনএন-এর সহযোগী সংস্থা কেএফএসএন-এর ভিডিওতে দেখা গেছে, মধ্য ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে বিমান স্টেশনের কাছে সমতল, খোলা কৃষিজমিতে দুর্ঘটনাস্থল থেকে আগুন এবং ঘন কালো ধোঁয়া উড়ছে।
ফ্রেসনো কাউন্টি শেরিফের অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় একটি ইএমএস ক্রু ঘটনাস্থলে পাইলটকে সাহায্য করছিল এবং ক্যাল ফায়ারও সাড়া দেয়।
নৌবাহিনী জানিয়েছে, বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-কে দেয়া হয়েছিল, যা ‘রাফ রেইডার্স’ নামে পরিচিত। ভিএফ-১২৫ হলো একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যা পাইলট এবং বিমান ক্রুদের প্রশিক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত।
বিধ্বস্ত জেটটি ছিল একটি এফ-৩৫সি, যা ‘F-35 Lightning II’- এর তিনটি ধরনের মধ্যে একটি, যা মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য তৈরি।
প্রায় ১০০ মিলিয়ন ডলার মূল্যের এই বিমান দুর্ঘটনাটি ছিল এ বছর এফ-৩৫-এর দ্বিতীয় দুর্ঘটনা।
সূত্র: সিএনএন
বার্তা বিভাগ প্রধান