সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুর এলাকা থেকে কিশোরী ধর্ষণের অভিযোগে সৈয়দ সরোয়ার আহমদ লিপু (৩০) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে শাহপরাণ থানা পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৈয়দ সরোয়ার আহমদ লিপু গোলাপগঞ্জ থানার ভাদেশ্বর ফকিরটুল, দেওয়ারবাড়ি গ্রামের মৃত সৈয়দ কবির আহমদের ছেলে। বর্তমানে সে শাহপরাণ থানাধীন টিলাগড় রাজপাড়ার সুরভী-২৮নং বাসার ২য় তলায় বসবাস করছে।
পুলিশ সুত্রে জানা যায়, ধর্ষক সৈয়দ সরোয়ার আহমদ লিপুর বাড়িতে ভিকটিম (১৫) বিগত ৪ বছর ধরে গৃহকর্মীর কাজ করে আসছে। গত ১৩ জুলাই বিকাল সাড়ে ৩ঘটিকায় আসামী ভিকটিম (১৫) কে তার বাড়ির পাশে বাজারে রেখে যায়। ভিকটিম (১৫) বাড়িতে আসার পর তার মাকে জানায় যে, তার পেটে টিউমার হয়েছে।
তখন ভিকটিমের মা ভিকটিমের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কৈতক, ছাতক চিকিৎসার জন্য নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানায় যে, ভিকটিম (১৫) ৭ মাসের অন্তঃসত্বা।
ভিকটিমের মা বাড়িতে এসে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় আসামী প্রায় এক বছর ধরে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে। ধর্ষনের পর আসামী ভিকটিম (১৫) কে চাকু দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় যাতে বিষটি কাউকে না বলে।
পরবর্তীতে, ভিকটিমের মা ও বাবা ভিকটিমকে এমএজি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মাধ্যমে ওসিসিতে ভর্তি করলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন ভিকটিম (১৫) ২৮ সপ্তাহের অন্তঃসত্বা।
উক্ত ঘটনায় ভিকটিমের পরিবার শাহপরাণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩) এর ৯ (১) আইনে মামলা দায়ের করেন, যার নং-১৫। উক্ত মামলায় ধর্ষক সৈয়দ সরোয়ার আহমদ লিপুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।