জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে থাইল্যান্ডের সঙ্গে চলমান সংঘর্ষ অবসানে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়, ব্যাংককের সঙ্গে উত্তেজনার মধ্যেই শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা জরুরি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কম্বোডিয়ার প্রতিনিধি ছিয়া কেও নিরাপত্তা পরিষদে বলেন, বিতর্কিত সীমান্ত ইস্যুর সমাধানে আন্তর্জাতিক সহায়তায় শান্তিপূর্ণ উদ্যোগ প্রয়োজন। তবে থাইল্যান্ডের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি।
সংঘর্ষের কারণে থাইল্যান্ড সীমান্তবর্তী আটটি বিভাগে সামরিক আইন জারি করেছে। শুক্রবার দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, চলমান সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। তিনি জানান, সীমান্তের অন্তত ১২টি স্থানে দুই দেশের সেনাদের মধ্যে লড়াই চলছে।
এদিকে থাই পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংঘাত নিরসনে তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রয়োজন নেই বলে তাদের মত।
থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘর্ষে এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ।
বার্তা বিভাগ প্রধান